
মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা ভায়না মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে র্যালি শেষ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। সভাপতিত্ব করেন মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা বিউটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ও বিভিন্ন ওয়ার্ড মহিলা দল নেতৃবৃন্দ, জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল,ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, নারীরা শুধু ঘরে নয়, রাজপথেও সংগ্রামের সাহসী ভূমিকা রেখেছেন। তিনি মাগুরা জেলা বিএনপি ও মহিলা দলের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জেলা ও উপজেলা থেকে আগত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ 



















