
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার তিনটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ এবং ফেলের হার ৩৩ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১৫৮ জন।
কুড়িগ্রামের শতভাগ অকৃতকার্য হওয়া ওই তিন বিদ্যালয় হলো—কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (যেখান থেকে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে), নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় (যেখানে ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে) এবং ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় (যেখানে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে)। এ ছাড়া বেশ কিছু বিদ্যালয়ে কৃতকার্য শিক্ষার্থীর চেয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাই বেশি। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে অ্যাকাডেমিক স্বীকৃতি পেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষক রয়েছেন।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- 



















