
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদে সড়ক দূর্ঘটনায় সীতাকুণ্ডের কাজি রানা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নং ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজি মোঃ শাহজাহানের ছেলে। তার পিতা কাজি শাহজাহান বলেন, আমার ছেলে কাজি রানা গত ছয় মাস পূর্বে প্রথমবারের মতো সৌদি আরব যান। সে সেখানকার রিয়াদ শহরে একটি ফুড কোম্পানীর ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে গত ২০ জুন শুক্রবার ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে নিজ গাড়ি পার্কিং করার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রবিবার রাত ৯টার সময় মারা যান।
তিনি আরো জানান, আমার দুই ছেলের মধ্যে সেছিল বড়। তার লাশ দেশে ফেরৎ আনার পক্রিয়া চলছে।

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) 



















