
খায়রুল ইসলাম অভি, স্টাফ রিপোর্টার সাভার
সাভারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুইপার জনকল্যাণ সংগঠন। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় সাভার পৌরসভার জামসিং ১ নং ওয়ার্ডের সুলাইমান মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামসিং ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক,সাক্ষাৎকারে তিনি বলেন সুইপার জনকল্যাণ সংগঠন যে উদ্যোগ নিয়েছে এটি একটি মহৎ ও প্রশংসনীয় কাজ। আমরা সবসময় এই সংগঠনের পাশে আছি। একইসাথে যারা সংগঠনের সদস্যদের কাছ থেকে চাঁদা নিচ্ছে বা চাঁদাবাজি করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই সাভার-আশুলিয়াকে সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর নগরীতে রূপান্তরিত করতে,এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ সুলতান শেখ এবং সভাপতি মোঃ আব্দুর সামাদ।
চেয়ারম্যান সুলতান শেখ বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব। এবং সাভার পৌরসভার সর্বস্তরের জনগণকে ও বিএনপির নেতাকর্মী আমার অভিভাবক যারা আছেন তাদেরকে আমি এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খায়রুল ইসলাম অভি, স্টাফ রিপোর্টার সাভার 



















