
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৫ তারিখ আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের সময় অত্যন্ত দূযোর্গপূর্ণ প্রতিকুল আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে ২০ জন (০৩ জন পুরুষ, ০৭ জন মহিলা এবং ১০ জন শিশু) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়।বর্তমানে ব্যাক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিজিবি পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, পদাতিক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















