
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বার) বিকাল ৩টায় এলকে সিদ্দিকী স্কোয়ারে উপজেলা – পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুঃসময় যারা রাজনীতি করেছে তাদের পিছনে ফেলে ৫ তারিখের পরের নেতারা আজ সামনের সারিতে। ঐ সময় পথ পদবী নেওয়ার অপারগতা প্রকাশ করেছিলেন তারাও এখন পথ পদবীর জন্য বিভিন্ন নেতার দরবারে তদবির করছেন। কিন্তু প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী ৯ বছর কারান্তরীন থাকলেও প্রত্যেকের আমলনামা তার কাছে আছে। নেতৃত্বের যোগ্যতায় অবশ্যই ত্যাগিরা মূল্যায়িত হবেন। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, অতীতে কোন নেতার ভূমিকা কেমন ছিল, তাহা আমাদের কাছে রেকর্ড রয়েছে।কোন সুযোগ-সন্ধানীকে আগামীতে পদায়ন করা হবে না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেআহাম্মাদ সলু,উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুরসালিন,উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম শামসুদোহা, সদস্য জানে আলম বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজরুল করিম চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম ইব্রাহিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির,সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম মন্জুসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: 



















