
খায়রুল ইসলাম অভি, স্টাফ রিপোর্টার সাভার
সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় ব্যানার-ফেস্টুন ও উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভারের সুপরিচিত মানবিক ও জনপ্রিয় নেতা মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিতে এক শ্রেণির মানুষ পিআর পদ্ধতির কথা বলছে। অথচ স্বাধীনতার পর থেকে মানুষ একই নিয়মে ভোট দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জানে না পিআর পদ্ধতি আসলে কী। তাই এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা কখনো ইসলামকে ব্যবহার করে কিংবা বিক্রি করে ভোট চাইনি। ইসলাম আমাদের রক্তে, মনে-প্রাণে মিশে আছে। আমি সাভারে মানবিক কাজ করে যাচ্ছি, যা এর আগে কেউ করেনি। অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। আমি চাই সাভারকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই মুক্ত করে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহরে পরিণত করতে। তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শই আমাদের পথপ্রদর্শক। তাই শহীদ জিয়া সামাজিক সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিব (মিন্টু)। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাভারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভার মাধ্যমে আমরা নতুনভাবে সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ সংগঠন শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা। তিনি বলেন, “মানুষের পাশে থেকে মানবিক ও উন্নয়নমূলক কাজে যুক্ত থাকলেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব। এই সংগঠনের কার্যক্রমে অংশ নিতে পেরে আমি গর্বিত। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু পাথালিয়া বিএনপির সহ-সভাপতি হযরত আলী পৌর বিএনপির খান মজলিশ বাবু পৌর ছাত্রদলের তাজ খান নাঈম সভায় উপস্থিত বক্তারা সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং বলেন, সামাজিক সংগঠনগুলোই পারে তরুণদেরকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

খায়রুল ইসলাম অভি, স্টাফ রিপোর্টার সাভার 



















