
দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে কৃষক কৃষাণী, সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকসহ ১০০ প্রতিনিধি নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের এ “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ। লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ এবং কুমিল্লা জেলার অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষক ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে খোরপোষ কৃষিকে রূপান্তরের মাধ্যমে কিভাবে বাণিজ্যিক কৃষিতে আনয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করে দেশের খাদ্য চাহিদা পূরণে করণীয় এবং বিদেশে নিরাপদ খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সে বিষয়ে উপস্থিত সকলকে অবহিতকরণসহ আরো নতুন নতুন প্রযুক্তির বিষয়ে অবহিত করা হয়।

দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি। 



















