
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২০২৫-২৬ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় লাকসাম উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চাষযোগ্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুনর্বাসন কমিটির সভাপতি নার্গিস সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা পুনর্বাসন কার্যক্রমের সদস্য সচিব মোঃ আল-আমিন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কৃষকদের পাশে থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়—লাকসাম উপজেলায় ৯০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৬০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষাবাদের জন্য ৭ প্রকারের আগাম শাকসবজির বীজ এবং রবি মৌসুমে মাঠ পর্যায়ে চাষের জন্য ২৯০ জন কৃষককে এক বিঘা জমির উপযোগী সরিষা, গম, সূর্যমুখী ও মসুরের বীজ ও সার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন আরাফাত, এসএপিপিও আলী আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণী।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা চাষাবাদে বীজ গজানো, মাটির গুণাগুণ রক্ষা এবং টপ সয়েল সংরক্ষণের বিষয়ে কৃষকদের পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং উৎপাদন বৃদ্ধির প্রত্যয়ে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 



















