
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং এনএফ এন্ড বিএন হাইস্কুল-এর প্রধান শিক্ষক কামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়—কোরআন থেকে পাঠ করেন জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক শাফায়েত হোসেন, গীতা থেকে পাঠ করেন দিলীপ সাহা এবং ত্রিপিটক পাঠ করেন সুব্রত সিংহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীমূড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম, রাজাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং এনএফ এন্ড বিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারহানা ইসলাম সহ আরও অনেকে। বক্তারা শিক্ষক সমাজের অবদান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষকদের সমাজে সম্মান আছে কিন্তু দাম নেই, বেতন কম হওয়ার জন্য শিক্ষকরা তাদের উপযুক্ত মর্যাদা পাচ্ছে না বলে মন্তব্য করেন তারা।
প্রধান অতিথি মিলন চাকমা বলেন, “শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাদের অবদান ছাড়া জাতি এগোতে পারে না। উপজেলা প্রশাসন শিক্ষার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন শিক্ষকদের বেতন যথেষ্ট নয় কথাটি সত্যি, আমি কখনো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারলে শিক্ষকদের বিষয়টি দেখবো।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও অনুপ্রেরণা প্রয়োজন। আমরা উপজেলা পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও মজবুত করতে কাজ করছি।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষক-শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 



















