
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
রাকসু শহীদ হবিবুর রহমান হল সংসদের নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে জয় লাভ করেছেন সম্মিলিত শিক্ষার্থী জোট সমর্থিত প্যানেলের প্রার্থী, লাকসামের রাজঘাটের কৃতি সন্তান মো. শহীদুল ইসলাম সুমন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্র।
নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসবমুখর। সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। ফলাফল ঘোষণার পর সুমনের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। বিজয়ের প্রতিক্রিয়ায় শহীদুল ইসলাম সুমন বলেন, “এই বিজয় শুধুমাত্র আমার নয় এটি সত্য, ন্যায় ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার বিজয়। শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাকসুর এই নির্বাচনে সুমনসহ কয়েকজন প্রার্থী শিবির সমর্থিত প্যানেলের সঙ্গে জোটবদ্ধ হয়ে বেশ কয়েকটি পদে বিজয় অর্জনের মাধ্যমে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, এ বিজয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 



















