
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বিপ্লব (৩০)। তিনি উপজেলার রমনা ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে। রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বিপ্লব ঝাঁকি জাল দিয়ে নদে মাছ ধরতে নামেন। এ সময় স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। এক ঘণ্টা পর ভাটির দিকে নদ থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। চিলমারী নৌ–পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বলেন, ‘নিখোঁজের এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- 



















