
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
‘বিতর্ক মানেই যুক্তি জ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বিতর্ক উৎসবে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম জেলার চিলমারীর থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্কে শ্রেষ্ঠবক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের ১ম বক্তা মাহফুজা লাবণ্য। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা ও যুক্তির চর্চা গড়ে তুলতে এ ধরনের বিতর্ক আয়োজন অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার্থীদের কণ্ঠে যুক্তি ও বিজ্ঞানের কথা শুনে আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারি।’
দিনব্যাপী বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন। অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, সরকারি কলেজের উপাধ্যক্ষ আতাউল হক খান চৌধুরী, সুহৃদ উপদেষ্টা সফি খান, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রতিনিধি সুজন মোহন্ত। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের স্থানীয় প্রতিনিধি এবং জেলার ৮টি বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। বিতর্ক উৎসবে নাগেশ্বরী দয়াময়ী পাইলট উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক স্কুল, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে বিজয়ী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন সমসাময়িক বিষয়ে যুক্তিনির্ভর বিতর্ক উপস্থাপন করেন। আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এই বিতর্ক থেকে নির্বাচিত দলগুলো জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। বিতর্ক শেষে পরাজিত দলের সদস্যদের নিয়ে কুইজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উলিপুর এম.এস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হন।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- 



















