
মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
পার্বত্য জেলা,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা উদ্ভাবনী প্রদর্শনী স্থান পায়। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ঘটনাপ্রবাহের চিত্রায়ণ, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, শক্তির অপচয় রোধ, বর্জ্য রিসাইকেল করার পরিবেশবান্ধব কৌশল, গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মধ্যে বিশেষ করে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রকল্প দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়া ক্ষুদে বিজ্ঞানী কর্নার মেলায় বাড়তি মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া। প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এসময় শিক্ষার্থীরা তাদের প্রকল্প ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করে।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।” তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি 



















