
মো. নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে (৩০/৭/২৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ কৃষি ব্যাংক নবীনগর শাখার আয়োজনে নবীনগর সরকারি কলেজ মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। নবীনগর কৃষি ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল রোমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম রেজাউল করিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান। আরো উপস্থিত ছিলেন- নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সৈয়দ হোসেন, প্রভাষক আরিফুল ইসলাম, সাংবাদিক হেলাল উদ্দিন, খন্দকার আইটির কর্ণধার খন্দকার মো. আলমগীর হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম রেজাউল করিম বলেন- “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। বাংলাদেশ কৃষি ব্যাংক যে উদ্যোগ নিয়েছে তা সময় উপযোগী পদক্ষেপ। অন্যান্য ব্যাংক ও সংস্থা গুলো যদি ব্যাপক ভাবে বৃক্ষ রোপণ করে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে”।

মো. নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- 



















