
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ১নং নাওডাঙ্গা ইউনিয়নের চড়গোরক মন্ডপে নদী ভাঙ্গন রোধে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য গণস্বাক্ষর ও মানববন্ধন করেছে এক্টিভিস্টার সদস্যরা ও এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে আজীবর রহমান,আজগার আলী, রাশেদুল হক, ও একটিভিস্টা সদস্য শাপলা রানী, শিমুল শেখ ও সিয়াম হাসান। এ সময় বক্তারা জানান, দুই, তিন বছর থেকে এখন পর্যন্ত নদীর পাশে প্রায় ৪শত পরিবার নদী ভাঙ্গন এর কারণে বিলীন হয়েছে আর এভাবে ভাঙতে থাকলে গ্রামটায় শেষ হয়ে যাবে আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে টেকসই বেড়িবাঁধ চাই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- 



















