
মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে পদায়ন করা হয়েছে। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা সদ্য বিদায়ী ইউএনও দ্বীপ জন মিত্রের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রাপ্ত তথ্যমতে, চলতি সপ্তাহেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। মো. জাহাঙ্গীর আলম ২০১৮ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি নেত্রকোনার মোহনগঞ্জে সহকারী কমিশনার (ভূমি), জামালপুরে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) উপপরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চলতি মাসের ২ তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নকলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
নতুন ইউএনও-কে বরণ করে নিতে ইতিমধ্যেই নকলাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও শুভকামনায় ভাসিয়ে দিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা—সততা, মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি নকলাকে একটি উন্নয়নমুখী, আধুনিক ও জনগণের সেবামূলক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: 



















