
জান্নাতুল বাকী শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলার নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের শিববাড়ী গ্রামে যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ৫৮ ইবির বিজেও নম্বর ৬১৭৬৫ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল কালাম। অভিযানকালে শিববাড়ী বাজার সংলগ্ন একটি কুড়ে ঘর থেকে ইয়াবা বিক্রির সময় পাঁচ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
১. মোঃ সোবাহান মিয়া (২৪), পিতা: হজরত আলী, গ্রাম: জালালপুর, থানা: নকলা। ২. মোঃ লিটন মিয়া (২৬), পিতা: মোঃ সোবাহান, গ্রাম: বাউসা, থানা: নকলা। ৩. মোঃ লিছান মিয়া (১৯), পিতা: মৃত মনজুরুল হক, গ্রাম: কুতুব মারী, থানা: নকলা। ৪. মোঃ শিশির মিয়া (২১), পিতা: ফোরকান মিয়া, গ্রাম: নকলা। ৫. মোঃ ফাহমিদুল হক (২৫), পিতা: হারুনা রশিদ, গ্রাম: শিববাড়ী, থানা: নকলা।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
ইয়াবা ট্যাবলেট ৭১ পিস
স্মার্টফোন ৩টি
বাটন ফোন ৩টি
এয়ারবাড ১টি
মানিব্যাগ ৩টি
মোটরসাইকেল ৩টি
নগদ টাকা ৭,১৭০ টাকা
ভারতীয় মুদ্রা ১৫২ রুপি
অভিযান শেষে আটককৃতদের নকলা থানায় হস্তান্তর করা হয় রাত ৭টা ৫০ মিনিটে। এসময় কর্তব্যরত তদন্ত কর্মকর্তা এসআই বাশার উদ্দিন আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। স্থানীয়দের মতে, এ ধরণের অভিযান নিয়মিত হলে মাদকমুক্ত সমাজ গঠন অনেকটাই সম্ভব হবে।

জান্নাতুল বাকী শেরপুর জেলা প্রতিনিধি : 



















