
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একসাথে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দূর্গারামপুর উত্তরপাড়ার এলাকার মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন। ডিবি পুলিশের সূত্র জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামকে ৩০ হাজার ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে আরও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করতে সক্ষম হই। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি 



















