
মোঃ আল মামুন কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে প্রায় ১০ কিলোমিটার গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটিতে থাকা ১০ জেলে পানির ড্রাম ও জালের ফ্লোট ধরে রাতভর সাগরে ভেসে ছিলেন। প্রায় ১১ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলার তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে বরগুনার পাথরঘাটা উপজেলার কচিখালী পয়েন্ট থেকে তাদের তীরে নিয়ে আসা হয়।
ডুবে যাওয়া ট্রলারের মালিক খোকন হাওলাদার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনের বাসিন্দা। তার চাচা জুম্মান হাওলাদার জানান, উত্তাল সাগর দেখে জেলেরা রবিবার রাতে মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। এসময় হঠাৎ করে ট্রলারটি ডুবোচরে আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। তবে ভাগ্যক্রমে সবাই জীবিত উদ্ধার হয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানা গেছে। bঘটনার পর থেকে ট্রলার উদ্ধারে আরেকটি বোট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জুম্মান হাওলাদার। বর্তমানে সমুদ্র অতি উত্তাল থাকায় বেশিরভাগ ট্রলার মাছ ধরা বন্ধ করে আলীপুর-মহিপুর ও আশপাশের নদ-নদীতে আশ্রয় নিয়েছে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

মোঃ আল মামুন কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধি 



















