
নিজস্ব প্রতিবেদক।
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকেলে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসান আলী রেজা (দোজা)’র সভাপতিত্বে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে মহতি লক্ষ্য ও উদ্দেশ্যে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিলো, কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ভোক্তা হিসেবে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল নাগরিক আজ প্রবঞ্চিত, প্রতারিত, নিজের অধিকার থেকে বঞ্চিত। নিজেদের অধিকার রক্ষা এবং আদায়ে সংঘবদ্ধভাবে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শরীফুল ইসলাম, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আইজেএফ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব মোঃ শামছুল আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির চেয়ারম্যান শেখ মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ আল-আমিন শাওন, লায়ন মোঃ জারিফ, নাসির উদ্দিন রিপন ও মোঃ ওয়হিদুজ্জামান ওয়াহিদ। এছাড়াও সংগঠনের নির্বাহী বোর্ডের সকল সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক। 



















