
নাহিদা আক্তার লাকী খুলনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত ফুলতলা-ডুমুরিয়াবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। শনিবার বিকেলে ফুলতলা উপজেলা বিএনপির আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় লবি আরও বলেন, “দীর্ঘদিন অবহেলায় থাকা এই জনপথে উন্নয়নের ছোঁয়া লাগেনি। একদিকে কলকারখানা বন্ধ, অন্যদিকে বিলডাকাতিয়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা—সব মিলিয়ে এ অঞ্চলের মানুষ পিছিয়ে পড়েছে। সময় এসেছে পরিবর্তনের। সময় এসেছে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে পৌঁছে যান। মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য কাজ করুন।
সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। পরিচালনায় ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো। বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ হালিম ইমরান, এনামুল হোসেন পারভেজ, মশিউর রহমান বিপ্লব, শেখ লুৎফর রহমান, মোঃ আতাউর রহমান, মোঃ ইব্রাহীম সরদার, মোঃ আকতার মাহমুদ, আনিছুর রহমান পলাশ, মোতাহার হোসেন কিরণ, আলমগীর সরদার, মোঃ বকুল ভুইয়া, গাজী ফজলুল হক, মোল্যা নজরুল ইসলাম, টিটো জমাদ্দার, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ আয়ুব আলী, মাসুদ চৌধুরী, আঃ রউফ গাজী, আনিছুর রহমান রনি, মোঃ শেখ আলমগীর হোসেন, হালিম শেখ, তোতাউর রহমান, মোঃ জাহিদ হোসেন, মোঃ কালাম শেখ, মোঃ জামির হোসেন, মোঃ আকবর মোড়ল, মোঃ হালিম সরদার, মিতা পারভীন, মোঃ ইয়াসমিন খাতুন, মহির হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, শ্রমিক নেতা জাহিদ হাসান লাভলু, মোঃ শফিকুর রহমান, মোঃ আবুল হোসেন, মোঃ রহিম গাজী, মোঃ আব্বাস মোল্যা, হাদি জমাদ্দার, তাইজুল ইসলাম অপু, মোঃ লিটুন গাজী, শেখ খলিলুর রহমান, শাহীন আজাদ, মোঃ আব্দুর রহমান, মোঃ রেজাউল মহদার, মোঃ সাকিল রানা, মোঃ খলিল গাজী ও আজমল প্রমুখ।
পথসভা শুরুর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা বিএনপির উদ্যোগে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে ধানের শীষের জয়ধ্বনিতে।

নাহিদা আক্তার লাকী খুলনা প্রতিনিধি 



















