
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় এক প্রতিবেশীর বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টায় রাজারহাট থানার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ (কাঞ্চিপারা) গ্রামের এ ঘটনাটি ঘটে। শিকার হয়েছে একই ইউনিয়নের মোঃ রঞ্জু ইসলাম টিটু ও মোছাঃ কল্পনা খাতুন দম্পতির ৫ বছর বয়সী কন্যা মোছাঃ রিয়া মনি। অভিযুক্ত তারই প্রতিবেশী ও ‘চাচা’ বলে পরিচিত মোঃ রানা মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্কের অবতারণা করে রানা মিয়া প্রায়ই তার অটো রিকশায় করে শিশুটিকে বিভিন্নজায়গায় ঘুরিয়ে আনত এবং তার জন্য চানাচুর, বিস্কুট, কলা ইত্যাদি কিনে দিত। ঘটনার দিন সকালে শিশুটির পরিবারের কেউ বাড়িতে না থাকায় রানা মিয়া তাকে পিয়ারা খাওয়ার লোভ দেখিয়ে নিজের বসতবাড়িতে নিয়ে যায়। এরপর সে শিশুটিকে তার পাকা শয়নকক্ষে নিয়ে গিয়ে খাটে শুইয়ে তার হাফপ্যান্ট খুলে ফেলে। অভিযোগ অনুযায়ী, রানা মিয়া শিশুটির যৌনাঙ্গে তার পুরুষাঙ্গ প্রবেশ করানোর চেষ্টা করে। এতে শিশুটির যৌনাঙ্গ ফুলে যায় ও ছিঁড়ে যায় এবং সে প্রচণ্ড ব্যথায় চিৎকার ও কান্না শুরু করে। শিশুটির চিৎকার শুনে ভীত হয়ে রানা মিয়া তাকে ছেড়ে দিলে, রিয়া মনি কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে ফিরে ঘটনার কথা তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের জানায়। ঘটনাটি জানার পর শিশুটি কে অসুস্থ অবস্থায় দেখতে পান। অভিযোগ, অভিযুক্ত পক্ষ প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসা করার চেষ্টা করে।
স্থানীয়রা ঘটনাটিতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার কামনা করেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম জানান, আসামি গ্রেপ্তার হয়েছে থানার কার্য শেষে কুড়িগ্রাম জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- 



















