
হাসান মামুন,পিরোজপুর
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রামে সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে অভিযানটি পরিচালিত হয় স্থানীয় জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে। গ্রেফতারকৃতদের একজন হলেন ইব্রাহিম হোসেন (২৬), পিতা: শরীফুল ইসলাম, গ্রাম: কয়রা, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলা রয়েছে (মামলা নম্বর: ৩; তারিখ: ০৩/০৮/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭/৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করা হয়েছে। ইন্দুরকানী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাড়ির মালিক জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

হাসান মামুন,পিরোজপুর 



















