
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসাম উপজেলার কৃতি সন্তান, লাকসাম উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াসংগঠক এবং শিল্পপতি ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি’র) লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লাকসাম- মনোহরগঞ্জ উপজেলার সর্বত্রই ক্রীড়া প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ ও মিষ্টি বিতরণ করছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবি’র কমিটি ঘোষণা করার পর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার ঘোষণা ছড়িয়ে পড়লে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলার সর্বত্রই সকল বয়সের ক্রীড়া প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা যায়। এ সময় তারা আনন্দ মিছিল, সোশ্যাল মিডিয়া ফেইসবুকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন বার্তা ও মিষ্টি বিতরণ করছেন।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন বলেন- লাকসামের সূর্য সন্তান ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালামের একমাত্র ছেলে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি’র) লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লাকসাম-মনোহরগঞ্জের সর্বত্রই ক্রীড়া প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তরুণ ক্রীড়া প্রেমিরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন।
তিনি বলেন -এ অর্জন লাকসাম মনোহরগঞ্জবাসীর জন্য গৌরবের। তাঁর হাত ধরে আমাদের বৃহত্তর অঞ্চলের ক্রিকেট এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 



















