
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে আলহাজ্ব মজির আহমেদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে থাকা অন্যান্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম ফারুক সাধারণ সম্পাদক পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান মানিক ও আবু বকর ছিদ্দিক ভূঁইয়া মিল্টন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো.আবুল কালাম।
এসময় তিনি বলেন -গত চার মাস থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির তৃণমূল থেকে ভোটার তালিকা হালনাগাদ করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সম্মেলন সমাপ্ত হয়েছে। ১৭বছর পর আজ (শুক্রবার) লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলনের মাধ্যমে আমাদের সম্মেলন কার্যক্রম সমাপ্ত হচ্ছে। সম্মেলনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং পরাজিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ ও অগ্রিম শুভেচ্ছা জানাই। পাশাপাশি সম্মেলনে পদপ্রার্থী সকলকে সাথে নিয়ে, আগামী দিনে রাজনৈতিক সকল কর্মকান্ড পরিচালনা করা হবে।সর্বোপরি আমরা বিএনপির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
বিশেষ অতিথি ছিলেন -কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভুঁইয়া স্বপন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল প্রমুখ।
লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু’র সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা, লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস। সভাপতি পদের জন্য ৯টি ওয়ার্ডের মোট ৬৩৯জন ভোটারের মধ্যে ৫৯৮জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান ও লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. মজির আহমেদ।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 



















